"মুক্তি"

 
অথচ,
কি ভীষণ ভাবে চাওয়া সত্ত্বেও মানুষটাকে মন খুলে অব্যক্ত কোনো কিছুই যেনো বলা হলো না!এই যে তার সাথে আমার কোনো রকম কথোপকথন ছাড়াই যে বুকের ভেতর একরাশ শূন্যতা জমিয়ে, চুপচাপ পাশ কাটিয়ে চলে আসলাম; কত গুলো রাত বাড়িয়ে পার করেছি ভোর, তার তো কোনো হিসেবই নেই; আজকাল চোখের তলায় জমাট বাঁধানো কালি গুলোও জানে আমি কতটা অযোগ্য.! অথচ কই সে তো একটিবারও খোঁজ নেয়নি আমার...
-
"মুক্তি"
আমার সকল প্রার্থনা আর হৃদয় জুড়ে থাকা মানুষটা যে রোজই অন্য কারো জন্য প্রার্থনা করে; যার ভালো থাকা দেখবো বলে পণ করেছি, সেই মানুষটার হৃদয়ের পুরোটা জুড়েই হয়তো অন্য কারো দখলে, যেখানে আমার ভালবাসাটা তার কাছে নিতান্তই আবেগ মনে হয় সেখানে কি করে আমি তাকে পাওয়ার আশা করি.! তার সকল অবয়ব অনুভব করা আমিটাকে যে, রোজ ছুঁড়ে ফেলে দেয় যেখানে-সেখানে, তার কাছে আমার অতৃপ্ত'তা গুলো প্রকাশ করবো কোন দায়ে, তারপরও যদি কেউ জিজ্ঞেস করে ভালবাসি কেন.?
উত্তরঃ ভালবাসার জন্যই ভালবাসি.!
-
আরে এই স্বার্থপর লোকেরা এরপরও কি বলবে আমাদের মাঝে তুমুল প্রেম চলছে.? এই নগন্য জাতি তোমরা কি খোঁজ রাখো নি সে যে এখন অন্য কারো, তার সবটুকু ভালো লাগা জুড়ে অন্য কারো বিস্তার ঘটে রোজ! সময়ের সাথে সাথে তো রোজই সব কিছু পাল্টে যাচ্ছে, সেই ধারায় সেও এখন হাঁটছে নতুন পথে; ব্যস্ততার অজুহাতে আর কতক্ষণ আটকে থাকবে সে কোন দ্বায়ে.? কোন পরিচয়ে? পরিপূর্ণ মানুষটা কোন স্বকীতায়? নগন্য এই আমিটার কাছে থেকে যাবে বলতে পারো কেউ? জানি পারবে না! কারণ বেমানান সবকিছুই নিরর্থক আর উত্তর গুলোও যেনো অসম্পূর্ণ.!
 

Comments