অথচ,
কি ভীষণ ভাবে চাওয়া সত্ত্বেও মানুষটাকে মন খুলে অব্যক্ত কোনো কিছুই যেনো বলা হলো না!এই যে তার সাথে আমার কোনো রকম কথোপকথন ছাড়াই যে বুকের ভেতর একরাশ শূন্যতা জমিয়ে, চুপচাপ পাশ কাটিয়ে চলে আসলাম; কত গুলো রাত বাড়িয়ে পার করেছি ভোর, তার তো কোনো হিসেবই নেই; আজকাল চোখের তলায় জমাট বাঁধানো কালি গুলোও জানে আমি কতটা অযোগ্য.! অথচ কই সে তো একটিবারও খোঁজ নেয়নি আমার...
-
![]() |
| "মুক্তি" |
উত্তরঃ ভালবাসার জন্যই ভালবাসি.!
-
আরে এই স্বার্থপর লোকেরা এরপরও কি বলবে আমাদের মাঝে তুমুল প্রেম চলছে.? এই নগন্য জাতি তোমরা কি খোঁজ রাখো নি সে যে এখন অন্য কারো, তার সবটুকু ভালো লাগা জুড়ে অন্য কারো বিস্তার ঘটে রোজ! সময়ের সাথে সাথে তো রোজই সব কিছু পাল্টে যাচ্ছে, সেই ধারায় সেও এখন হাঁটছে নতুন পথে; ব্যস্ততার অজুহাতে আর কতক্ষণ আটকে থাকবে সে কোন দ্বায়ে.? কোন পরিচয়ে? পরিপূর্ণ মানুষটা কোন স্বকীতায়? নগন্য এই আমিটার কাছে থেকে যাবে বলতে পারো কেউ? জানি পারবে না! কারণ বেমানান সবকিছুই নিরর্থক আর উত্তর গুলোও যেনো অসম্পূর্ণ.!

Comments
Post a Comment