আমি তো শেষ বসন্তের চিঠি হয়ে তোমার কাছে উড়ে আসতে চেয়েছিলাম!ভেবেছিলাম হয়তো তুমি নির্বাক হয়ে পড়বে, আমাকে; আমার বলা না বলা অগোছালো কথাগুলোকে; আমি তো মনে করেছিলাম একদিন তুমি মুক্ত বিহঙ্গে প্রাণ খুলে হাসতে হাসতে আমার অনুভূতি গুলো কে জাগ্রত করে বলবে এসব পাগলামির মানে কি.?হুম! আর কতদিন এমন করবি বলতো.? অথচ দেখো কি থেকে কি হয়ে গেলো, কতগুলো শর্ত জুড়ে তুমি; সমাজের নিয়ম মেনেই আবার ফিরে আসলে, তবে এমনটা কিন্তু হওয়ারই কথা ছিলো না।
জানো প্রিয়। গল্পের মতো আমিও তোমাকে বারবার পড়েছিলাম, হয়তো এখনো পড়ি প্রতিদিনের কোনো এক অলস সন্ধ্যায়, অথবা শেষ রাতে; তোমাকে আবিস্কৃত করতে গিয়ে আমি বারবার নিজের কাছে নিজেই আহত হই! আমি ঝুল বারান্দায় দাঁড়িয়ে থেকে এক এক করে তোমার আমার সহস্র কথামালা, স্মৃতি রোমন্থন করতে থাকি একান্তে; নির্বিতে
ঝগড়া, খুনসুটি তে যেমন অভিমানের পাল্লা ভারী করেছিলাম দু'জন.! অন্ধের মতো তোমাকে ভালবেসে পুষিয়ে ও নিয়েছিলাম.! তবে যা করেছি সব আমি একাই করেছি বলতে পারো, তুমি দেখে নিও আমার মতো অগোছালোর কথাগুলোই কিন্তু একদিন ঠিকই তোমার এলোমেলো ভাবনার সাথে গা ভিজিয়ে ডুব দিয়ে যাবে, একটি রূপকথার গল্পের মতো করে, আর আমিই সেই গল্পের রূপকার হয়ে ধরা দিবো চিরকুট হয়ে তোমার আঙ্গিনায়.! সেদিন তুমি আমাকে ছুঁতে পারবে না আফসোস! শুধুই আফসোস করবে সেদিন দেখে নিও!
প্রিয়,তোমাকে ভালোবাসি কি না জানিনা! তবে আজও ভালোবাসা বলতে আমি তোমাকে সর্ব্বোচ্চ সম্মান করাটাই বুঝি বলতে পারো, অনিশ্চিত যেনেও দাঁড়িয়ে আছি কেন.? তাহলে বলবো প্রেম নামক সমুদ্রের তীরে, যখন একা একাই জ্বলেছিলাম শত শতাব্দী পুড়ে, তখনও কিন্তু তোমাকে স্পর্শ করতে দেইনি বুকের ভেতর আগ্নেয়গিরি অগ্নুপাতের গলিত সীসার উত্তাপ.! তাহলে চলে যাবো কিভাবে বলো.? তাহলে কেন.? বেলা অবেলায় তুমি জড় তুলো আমার উত্তাল হৃদসাগরে... ও বুঝতে পেরেছি, তুমি তো আবার নিয়মতান্ত্রিক সমাজের পাশ করা আইন খুব মেনে চলো;
তোমার শহরের মানুষগুলোও যে আজকাল নানান মুখোশের সজ্জায় সজ্জিত সেই খবর কি তুমি রাখো.? হয়তো রাখো না.! তুমি হয়তো জানোই না যে, তারা ভালোবাসা কে পুঁজি বাজারে পণ্যের আসরে নতুন মোড়কে আবরিত করে উন্মোচিত করে; নীল রঙে আজ বিষাক্ত তোমার শহর! আসক্তি কেবলই দেহের উপর। অথচ দেখো ভালোবাসা সস্তায় কেনা বস্তাবন্দি মরদেহের মতোই উচ্ছিষ্ট.! পঁচা গন্ধ বেরোয় বাঁধন খুলতে গেলে; আর ভেতরে পাওয়া যায় হয়তো আমার মতোই ব্যর্থ কাউকে;
সোজা সাপ্টা কথাটা না হয় সবাই মুখের উপর জানিয়ে দিয়ে যাও; কারো কোনো মায়ায় এখন আর টানে না আমায়.! সবাই আজ কেবল'ই মুক্তি চাও.! না পাওয়ার এই ধারার অবসান ঘটিয়ে, সকলকে আজ মুক্তি দেওয়া হলো; ছন্নছাড়া অগোছালো এই আমিটা আজ ঘোষণা করলাম সবাই আমার মায়ার বাঁধনের মুক্তি পেয়েছো, মায়া নামক দণ্ডবিধির সব ধারাই যেনো তুলে নেওয়া হলো আজ থেকে; ভালো থেকো তুমি সহ সবাই...!!!

Comments
Post a Comment